চার মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম, বিশ্বব্যাংক
ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম, বিশ্বব্যাংক  © সংগৃহীত

স্নাতক-স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের চার মাস মেয়াদী ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি।

ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম (বিআইপি) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সকল খরচ বহন করবে বিশ্বব্যাংক। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই। এছাড়া কোনো ইংরেজি ভাষা পরীক্ষা দিতে হবে না।

অর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, আরবান প্ল্যানিং, অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং তথ্য প্রযুক্তিতে পড়ুয়া শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* ঘন্টা প্রতি কাজের বেতন দেয়া হবে।
* ভ্রমণ খরচ বাবদ ৩ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* আবেদনকারীর কোনো বয়সসীমা নেই।
* ইংরেজী দক্ষতা পরীক্ষা দিতে হবে না।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতক ও স্নাতকের শিক্ষার্থী হতে হবে।
* আবেদনকারীর কোন বয়সসীমা নেই।
* ইংরেজিতে সাবলীলতা থাকতে হবে।
* কম্পিউটিং দক্ষতা থাকলে প্রাধান্য দেয়া হবে।

আবেদন করতে যা প্রয়োজন:

* জীবন বৃত্তান্ত (সিভি)
* স্ট্যাটমেন্ট অব ইন্টারেস্ট
* স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণ

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ