হার্ভার্ডের র্যাডক্লিফ ইনস্টিটিউটে ৭৮ হাজার ৫০০ ডলারের ফেলোশিপে আবেদনের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ০৭:৪০ PM
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ পাওয়া অনেকটাই দূরুহ। তবে বিশ্বের প্রাচীনতম এ বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ নিয়ে সহজেই পড়তে পারবেন যে কেউ। ফেলোশিপের মাধ্যমে পড়তে গেলে লাগবে না কোনো বাড়তি অর্থ। কেননা, ফেলোশিপে রয়েছে বৃত্তির সুযোগ। এ ফেলোশিপ দেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট। ফেলোশিপের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টসের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩ অক্টোবর পর্যন্ত।
র্যাডক্লিফ ইনস্টিটিউটের ফেলোশিপে সুযোগ-সুবিধা
*ফেলোশিপের আওতায় প্রকল্পব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ ডলার ব্যয় করবে হার্ভার্ডের র্যাডক্লিফ ইনস্টিটিউট;
*র্যাডক্লিফ ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেসও পাবেন ফেলোরা। ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা দিয়ে থাকে;
*প্রোগ্রাম চলাকালে বিভিন্ন পেশাগত দক্ষতা বিকাশের সুযোগও থাকে এ ফেলোশিপে;
*স্বাস্থ্যবিমার সুবিধা আছে এ ফেলোশিপে;
*ফেলোশিপে নির্বাচিত প্রার্থীদের জে-১ ভিসা দেওয়া হবে;
*শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা আছে;
ফেলোশিপের সময়সীমা
৯ মাস মেয়াদি এ ফেলোশিপ প্রোগ্রামে ফেলোরা সেপ্টেম্বর ২০২৪–এ প্রোগ্রাম শুরু করে শেষ করবেন ২০২৫ সালের মে মাসে।
আবেদনের যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার ন্যূনতম দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি নিতে হবে। এ ছাড়া স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা প্রকাশিত নিবন্ধ থাকতে হবে কমপক্ষে দুটি। অন্যদিকে বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হতে ন্যূনতম দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি নিতে হবে এবং স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
র্যাডক্লিফ ফেলোশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন।