লাখ লাখ টাকা উপবৃত্তিসহ সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

লাখ লাখ টাকা উপবৃত্তিসহ সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ
লাখ লাখ টাকা উপবৃত্তিসহ সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (সিঙ্গা অ্যাওয়ার্ড) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ জুন।
 
সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (সিঙ্গা অ্যাওয়ার্ড) হলো এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এ* স্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন এর মধ্যে একটি সহযোগিতা। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়গুলো নিয়ে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। 

সুযোগ-সুবিধাসমূহ
• শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করা হবে। 
• এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করা হবে। 
• মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
• বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান (  বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) করা হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেইডে যেতে যা লাগবে

আবেদনের যোগ্যতা
• সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
• সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
• ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
• স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে। 
• একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।

প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনকারীর পাসপোর্ট।
• আবেদনকারীর ছবি।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• সিভি।
• স্টেটমেন্ট অব পারপাস।
• রেফারেন্স লেটার দুইটি।
• আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। 
আবেদন করতে ক্লিক করুন https://sms-applicant-app.a-star.edu.sg/ । 
বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa


সর্বশেষ সংবাদ