উচ্চশিক্ষায় ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’র আবেদন শুরু, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

প্রধানমন্ত্রী ফেলোশিপ
প্রধানমন্ত্রী ফেলোশিপ  © প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী ফেলোশিপ নীতিমালা- ২০২২ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে উচ্চ শিক্ষায় (পিএইচডি এবং মাস্টার ডিগ্রী) “প্রধানমন্ত্রী ফেলোশিপ” প্রদান করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলি: 

১। বাংলাদেশের নাগরিক যারা বিদেশ হতে ইতোপূর্বে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেননি তারা মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। আর যারা মাস্টার্স সম্পন্ন করেছেন তারা পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। (সরাকরি চাকরির ক্ষেত্রে যাদের চাকরি স্থায়ী হয়েছে শুধুমাত্র তারাই)।

২। আবেদনকারীকে শিক্ষাপ্রতিষ্ঠান হতে নি:শর্ত এডমিশন অফার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৩। ২০২৩ সালের র‌্যাংকিং অনুযায়ী মাস্টার্স ডিগ্রির জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডি ডিগ্রির জন্য ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত প্রতিষ্ঠান হতে অফার লেটার আনতে হবে।

৪। ফেলোশিপের আওতায় মাস্টার্স ডিগ্রির জন্য ২ বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৩ বছর ফেলোশিপ প্রদান করা হবে।

৫। আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৪৫ বছর হতে পারবে।

৬। অন্য কোনো প্রতিষ্ঠানে ফেলোশিপপ্রাপ্ত প্রার্থীগণ এই ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না।

৭। ফেলোশিপের ফলাফল ঘোষণার পর অধ্যয়নের সেশন বা দেশ পরিবর্তন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে (https://pmfellowship.pmo.gov.bd/) এলিজিবিলিটি টেস্ট দিয়ে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী বিবেচনায় ফেলোশিপ প্রদান করা হবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৩, বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১.৫৯ মিনিট।

আবেদন ও ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence