চবির দুই ইউনিটের ফলে বড় অসঙ্গতি, আলোচনায় বসছে কমিটি

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দুটি ইউনিটের ফলাফল নিয়ে বড় ধরেনের অসঙ্গতির অভিযোগ করেছেন ভর্তিচ্ছুরা। ভর্তিচ্ছুদের অভিযোগ আমলে নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে পরীক্ষা আয়োজক কমিটি।

শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর গণনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সফটওয়্যারের ত্রুটি হয়েছে। এতে অনেকেই তাদের প্রাপ্ত জিপিএ’র নম্বর পাননি। দ্রুত সমস্যার সমাধান করে নতুন করে মেধাতালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ নম্বর লিখিত ও ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ থেকে নির্ধারণ করা হয়। জিপিএ থেকে প্রাপ্ত নম্বর নির্ধারণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ডাটা সংশ্লিষ্ট বোর্ড থেকে টেলিটকের মাধ্যমে সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

আরও পড়ুন: মাধ্যমিকে ক্লাস সংখ্যা বাড়তে পারে

এবার যশোর বোর্ডের জিপিএ নম্বরের ক্ষেত্রে প্রাপ্ত জিপিএর তিন ডিজিটের শেষ ডিজিট গণনা করা হয়নি বলে এ ইউনিটের এক ভর্তিচ্ছু অভিযোগ করেন। পরবর্তীতে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ‘এ’ ও ‘সি’ দুই ইউনিটে একই অসঙ্গতির অভিযোগও উঠেছে।  

বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস যোগাযোগ করে চবি আইসিটি সেলের পরিচালক ড. মো. খায়রুল ইসলামের সাথে।  তিনি বলেন, অভিযোগ উঠেছে ফলাফলের জিপিএ গণনা নিয়ে। বিষয়টি বড় কোনো ইস্যু না। আমরা তথ্য উপাত্তসহ বিষয়টি তুলে ধরতে চাই। কোর কমিটির মিটিং শেষে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী বলেন, লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে জিপিএ নম্বর নিয়ে। এটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল দেখে। সফটওয়্যারে ইনপুট দিতে সমস্যা হতে পারে। এ বিষয়ে লিখিত পেলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence