ঢাবির জিয়া হলের দোকান কর্মচারী আলাউদ্দিন পেলেন ৪ দশমিক ২১

আলাউদ্দিন
আলাউদ্দিন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দোকানে কাজ করেন আলাউদ্দিন। এবার এইচএসসিতে জিপিএ ৪ দশমিক ২১ পেয়েছেন তিনি। স্বপ্ন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার।

জানা যায়, বড় ভাই আলামিনের দোকানে কাজ করেন আলাউদ্দিন। আলাউদ্দিনের বাবা থাকতেন বিদেশে। অসুস্থ হওয়ায় এখন বাড়িতে থাকেন। অভাবে সংসারে কষ্ট করেই বড় হয়েছে আলাউদ্দিন।আলাউদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। সংসারে চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। আলাউদ্দিন পড়েছেন চাঁদপুরের কাঁচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসায়। এসএসসি পাস করেছেন কচুয়া উপজেলার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। দাখিলেও তিনি পেয়েছিলেন ৩ দশমিক ৬৯।  

আরও পড়ুন: আইপিএলে যাদের দাম সবচেয়ে বেশি

ফল প্রকাশের পর আলাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি এতো খুশি যে তা ভাষায় প্রকাশ করতে পারব না। বাবা-মাও খুশি হয়েছেন। খুব ভালো লাগছে আসলে। আমি আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো ৷ বড় ভাইয়েরা আমাকে সাহায্য করবেন বলেছেন।’

করোনার কারণে নির্ধারিত সময়ে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আট মাস পর ২ ডিসেম্বর তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।


সর্বশেষ সংবাদ