সাত কলেজের বাণিজ্য ইউনিটে পাশের হার ৭২ শতাংশ

সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ
সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বাণিজ্য ইউনিটের ফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাত কলেজের বাণিজ্য ইউনিটে ২৪ হাজার ৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬১৩ জন। পরীক্ষায় পাস করেছেন ১২ হাজার ৬৬২ জন। সে হিসাবে এই ইউনিটে পাসের হার প্রায় ৭১.৮৯ শতাংশ।

এর আগে, গত ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের মধ্যদিয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়।

সাতটি কলেজে বানিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ১০৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০ টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence