বিইউপির দুই ইউনিটে সেরা যারা

নিখাত সুলতানা অর্থি ও তাবাসসুম তিথি
নিখাত সুলতানা অর্থি ও তাবাসসুম তিথি  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদে প্রথম হয়েছেন বগুড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী নিখাত সুলতানা অর্থি। অন্যদিকে, সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে প্রথম হয়েছেন রাজধানীর হলিক্রস কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী তাবাসসুম তিথি।

এর আগে ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ও বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়া গত ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।


সর্বশেষ সংবাদ