সেন্ট গ্রেগরিজে পাসের হার ৯৯.৭৪, জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন

সেন্ট গ্রেগরিজ কলেজ
সেন্ট গ্রেগরিজ কলেজ  © টিডিসি

প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এতে রাজধানী পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৭৭ জন পাস করেছেন। পাসের হার ৯৯.৭৪ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠাটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৭৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৫ জন, মানবিক বিভাগ থেকে ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। অপর দিকে বিজ্ঞান বিভাগ থেকে ২৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৪ জন পাস করেছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছের ১৯৬ জন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!