ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।

এ বছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৯২০ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭৭ হাজার ৬২১ জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৭ হাজার ৪৫৩ জন এ্বং ছাত্রী ৪০ হাজার ১৬৮ জন । এর মধ্যে পাস করা পরিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৬৯ জন । 

আরো পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে

ছাত্র পাস করেছে ২২ হাজার ৯৩৫ জন। পাসের হার ৬১ দশমিক ২৪ শতাংশ। ছাত্রী পাস করেছে ২৬ হাজার ১৩৪ জন। পাসের হার ৬৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ১০৯ জন। আর ছাত্রীর সংখ্যা ২ হাজার ৭১৭ জন। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলায় পাসের হার জামালপুর ৬৫ দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ০১ শতাংশ।


সর্বশেষ সংবাদ