ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩২ PM
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।
এ বছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৯২০ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭৭ হাজার ৬২১ জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৭ হাজার ৪৫৩ জন এ্বং ছাত্রী ৪০ হাজার ১৬৮ জন । এর মধ্যে পাস করা পরিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৬৯ জন ।
আরো পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে
ছাত্র পাস করেছে ২২ হাজার ৯৩৫ জন। পাসের হার ৬১ দশমিক ২৪ শতাংশ। ছাত্রী পাস করেছে ২৬ হাজার ১৩৪ জন। পাসের হার ৬৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ১০৯ জন। আর ছাত্রীর সংখ্যা ২ হাজার ৭১৭ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলায় পাসের হার জামালপুর ৬৫ দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ০১ শতাংশ।