ঠাকুরগাঁওয়ে চার কলেজে পাস করেনি কেউ

জেলা শিক্ষা ভবন ঠাকুরগাঁও
জেলা শিক্ষা ভবন ঠাকুরগাঁও  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে রোববার (২৬ নভেম্বর)। এতে, ঠাকুরগাঁও জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। 

রবিবার (২৬ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার ওয়েব ভিত্তিক একটি ফলাফলের তালিকা দেন। সেই তালিকায় দিনাজপুর বোর্ডের অধিনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে দেখা যায় ঠাকুরগাঁওয়ের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল।

যেসব প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি- মোড়লহাট জনতা স্কুল এন্ড কলেজ, হাজীপুর কলেজ, কদমরসুল হাট স্কুল এন্ড কলেজ ও পীরগঞ্জ আদর্শ কলেজ।

এ বিষয়ে জানতে চাইলে কদম রসুল হাট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবুল বলেন, আমাদের কলেজ থেকে মানবিক বিভাগে ৪ জন পরীক্ষা দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি।

পাস না করতে পারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অঞ্চলের ছেলে-মেয়েরা তেমন কলেজে আসে না ও ক্লাসও করতে চায় না। শিক্ষকরা প্রতিদিন কলেজে আসলেও ছাত্র-ছাত্রীরা আসে না। ৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৩০ জনের মতো পরীক্ষাই দেয়নি।

এবারে ঠাকুরগাঁও জেলায় ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪ হাজার ৭৯৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৮ হাজার ৯৫৬ জন, ৫টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১ হাজার ৩৫ জন ও ১১ টি কেন্দ্রে ভোকেশনাল ও বিএম শাখায় ৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence