এক কলেজ থেকেই জিপিএ-৫ পেল ২৫২০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের উচ্ছ্বাস
শিক্ষার্থীদের উচ্ছ্বাস  © ফাইল ফটো

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। কলেজ থেকে এ বছর ৩ হাজার ২১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, নটরডেম কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন ৩ হাজার ২১৪ জন ছাত্র। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ২০৮ জন। পাস করেছেন ৩ হাজার ১৯৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন। গতবার অর্থাৎ ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন এবং পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। বিগত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩৮১ জন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯৫৯ জন। অকৃতকার্য হয়েছেন ৮ জন। বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪৩১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence