অ্যান্টার্কটিকার পথে ২৭ বাংলাদেশি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ AM
২৭ বাংলাদেশি নাগরিক বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের সঙ্গে কনিষ্ঠতম সদস্যের বয়স ১১ বছর। আর্জেন্টিনার সর্বদক্ষিণের উশুয়াইয়াহ বন্দর থেকে তারা এমভি প্ল্যানসিয়াস নামক জাহাজে করে রওনা হয়েছেন।
২৭ বাংলাদেশিসহ ১১২ অভিযাত্রী রয়েছে জাহাজটিতে। বাংলাদেশিদের মধ্যে ১৩ জন দেশ থেকে রওনা হন, অন্যরা প্রবাসী বাংলাদেশি। ১১ বছরের জারিতা দলটির কনিষ্ঠতম সদস্য। তার সঙ্গে রয়েছে মা-বাবা।
সফরকারী দলের সদস্য পর্যটক তারেক অণু নিজের ফেসবুক ওয়ালে একটি গ্রুপ ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্টার্কটিকার পথে ২৭ জন বাংলাদেশি (সবাই অবশ্য ছবিতে নেই)। …১১ থেকে ৮০—সকল বয়সের নানা পেশার, কিন্তু ভ্রমণের নেশায় আক্রান্ত সকলেই। এমন ভ্রমণ এর আগে হয়নি, কোনো দিন হবে কি না কে জানে।’
গত ৬ ডিসেম্বর উশুয়াইয়াহ বন্দর থেকে জাহাজে ওঠেন অভিযাত্রীরা। ২১ দিনের অভিযান শেষে একই বন্দরে ফিরবেন ২৫ ডিসেম্বর।