‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ ফখরুল কন্যা ড. শামারুহ

  © সংগৃহীত

‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। আজ বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

সম্প্রতি প্রবাসী ড. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি ২০২৩ সালের ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হন। এই পুরস্কারের জন্য অপরজন হলেন নাজমুল হাসান। ড. শামারুহ মির্জা ও নাজমুল হাসান ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

চারটি ক্যাটাগরিতে এসিটি পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো—এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো। এবার চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ১৬ জন।

স্থানীয় সময় সকাল ১১টায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তারা আগামী ২৫ জানুয়ারি জাতীয় পুরস্কার ঘোষণার দিন অন্যান্য রাজ্য এবং অঞ্চলের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ‘ফাইনালিস্ট’ হিসেবে যোগ দেবেন।

শামারুহ মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। পেশায় চিকিৎসাবিজ্ঞানী মেয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় দারুণ খুশি মির্জা ফখরুল। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার মেয়ে পড়ালেখাসহ বিভিন্ন কাজের প্রতি মনোযোগী। তার এ ধরনের পুরস্কার অর্জন বাবা হিসেবে আমার জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। আমি খুশি।


সর্বশেষ সংবাদ