সাহিত্যে কারকাস পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত তন্বী

তন্বী নন্দিনী ইসলাম
তন্বী নন্দিনী ইসলাম  © সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভোত যুক্তরাষ্ট্রের লেখক তন্বী নন্দিনী ইসলাম এ বছর কারকাস রিভিডি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ হাজার ডলার বা প্রায় ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সেরা ছয় ননফিকশনের মধ্যে বইটি বেস্ট ননফিকশনের খেতাব জিতে নেয়।

জানা যায়, ‘ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল’ বইয়ের জন্য নন ফিকশন বিভাগে কারকাস পুরস্কার- ২০২২ জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ নারী। তিনি আমেরিকান কথাসাহিত্যিক ও ব্রুকলিনের প্রসাধন ও সুগন্ধি প্রতিষ্ঠান তানাইসের প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন: ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগ বসে থাকবে না: লেখক

বিচারকদের মতে সাহসী, উদ্ভাবনী, দূরদৃষ্টিসম্পন্ন এবং গীতিময় অলঙ্কারিক লেখার জন্য বইটি পুরস্কার জিতে নেয়। গত বছর কারকাস তালিকায় সবচেয়ে বেশি স্টার পাওয়া ১,৪৩৬টি বই থেকে চূড়ান্ত বইগুলো বেছে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ‍পুস্তক পর্যালোচনা বিষয়ক সাময়িকী কারকাস রিভিউ এ পুরস্কার দিয়ে থাকে। এর সদরদপ্তর নিউইয়র্কে। গত বছর কারকাস তালিকায় সবচেয়েছে বেশি স্টার পাওয়া ১৪৩৬টি বই থেকে চূড়ান্ত বইগুলো বেছে নেওয়া হয়। গত মাসে একাশিত বইগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা থেকে তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো- ফিকশন, নন-ফিকশন ও ইয়াং রিডার্স।


সর্বশেষ সংবাদ