দেশসেরা মেধাবীর খোঁজে ‘শিখো চ্যাম্পিয়ন’

  © ফাইল ছবি

শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘শিখো’। যেখানে শিক্ষার্থীরা লাইভ ক্লাস, অনলাইন মক টেস্ট এবং অ্যানিমেশনের ফিচারসহ আলোচনায় সরাসরি যুক্ত হতে পারে। প্রস্তুত করে নিজেদের। দেশসেরা মেধাবীদের খোঁজে এবার শিখো নিয়ে এলো ‘শিখো চ্যাম্পিয়ন। কুইজের মাধ্যমে দেশের সেরা মেধাবীদের বাছাই করবে তারা।

শিক্ষার্থীরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে অনলাইনের মাধ্যমে কুইজে অংশ নিতে পারেবে। আর গ্রান্ড ফিনাল হবে অফলাইনে বড় একটি ভেন্যুতে। তবে কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো জানানো হয় নি।

শিখো জানিয়েছে,  অষ্টম, নবম, দশম এবং একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোতায় অংশ নিতে পারবে। জেলা পর্যায়, বিভাগ পর্যায় এবং জাতীয় পর্যায়ে দেশের সেরা মেধাবীরা এই প্রতিযোগিতায় সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার পাবে। যেখানে ১০ লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি থাকছে ট্যাব, স্মার্টফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ট্রফি ও সার্টিফিকেট।
 
কুইজে অংশ নিতে champion.shikho.com ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।  ‘শিখো চ্যাম্পিয়ন’ সম্পর্কে আরও বিস্তারিত ১৬৭৮০ নম্বরে কল করে জানা যাবে।


সর্বশেষ সংবাদ