ইতিহাস জানুন, পুরষ্কার জিতুন লক্ষাধিক টাকার

  © প্রতীকী ছবি

“ইতিহাস হলো সেই বুদ্ধিবৃত্তিক অনুশীলন, যাতে কোনো সভ্যতা নিজেই তার উত্থান-পতনের অতীত ব্যখ্যা প্রদান করে”—ডাচ ইতিহাসবিদ জন হুজিংগার এই কথাটা আমাদের মস্তিষ্কের দুয়ারে যেনো নতুন করে আলোড়ন তোলে। আর ইতিহাস তো হলো জাতির সেই দর্পণ যেখানে জাতির সফলতা এবং ব্যর্থতার চিত্র ফুটে ওঠে।

যে জাতি নিজের শেকড় জানেনা, সে কীভাবে নিজেকে চিনবে! শেকড়ের টানে নিজেকে চেনার এই সোনালী যাত্রায় আপনাকে স্বাগতম। শুরু হতে যাচ্ছে ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড-১৪৪৪’ এর এবারের আয়োজন।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চর্চা বাড়াতে ও তাদের আগ্রহী করে তুলতে তৃতীয়বারের মতো জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে এই অলিম্পিয়াড। 

প্রতিযোগিতাটি মূলত কলেজ-বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের কওমি, জেনারেল, আলিয়াসহ সকল মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে। তবে হাইস্কুল বা সমপর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ ৩০ বছর বয়সী যেকোনো আগ্রহী প্রতিযোগী এখানে অংশগ্রহণ করতে পারবেন।

সিলেবাস, রেজিস্ট্রেশন পদ্ধতি, টাইমলাইন ও অন্যান্য তথ্য-

প্রতিযোগিতার ধাপসমূহ- 
রেজিস্ট্রেশন টাইমলাইন: ২৪ জুন থেকে ১৫ জুলাই ২০২৩

প্রাথমিক বাছাই পর্ব: ২৫ আগস্ট
নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত হবে।

জাতীয় পর্ব: বাছাইপর্বের  বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ের লিখিত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রেজিস্ট্রেশন লিংক: http://tiny.cc/reg44

রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা।

রেজিস্ট্রেশনের নিয়মাবলী ফর্ম এর লিংকে গেলেই পাওয়া যাবে।

পুরস্কারসমূহ: সকল অংশগ্রহণকারী পাবেন ডিজিটাল সার্টিফিকেট এবং সেরা ২০০ জন প্রতিযোগী পাবেন নগদ অর্থ, সার্টিফিকেট সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

১ম পুরষ্কার- ৫০ হাজার টাকা  প্রাইজমানি ও সার্টিফিকেট
২য় পুরষ্কার- ৩০ হাজার টাকা প্রাইজমানি ও সার্টিফিকেট।
৩য় পুরষ্কার- ১৫ হাজার টাকা প্রাইজমানি ও সার্টিফিকেট।
৪র্থ পুরষ্কার- ১০ হাজার টাকা প্রাইজমানি ও সার্টিফিকেট।
৫ম পুরষ্কার- ৮ হাজার টাকা প্রাইজমানি ও সার্টিফিকেট।
৬ষ্ঠ থেকে ১০তম- ২ হাজার টাকা প্রাইজমানি ও সার্টিফিকেট ও ১০০০ টাকা সমমূল্যের বই।
১১ তম থেকে ২০ তম- ১ হাজার টাকা প্রাইজমানি ও সার্টিফিকেট ও ১০০০ টাকা সমমূল্যের বই।
২১ তম থেকে ১০০তম পর্যন্ত- ১ হাজার টাকা সমমূল্যের বই ও সার্টিফিকেট।
১০১তম থেকে ২০০তম পর্যন্ত- ৫০০ টাকা সমমূল্যের বই ও সার্টিফিকেট।

প্রতিযোগিতাটি আয়োজন করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটি। স্পনসর হিসেবে রয়েছে সোজলার পাবলিকেশন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আওয়ার ইসলাম এবং সোশ্যাল এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিম্বার।

অলিম্পিয়াডের প্রাথমিক বাছাইপর্বের সিলেবাস-

১. লস্ট ইসলামিক হিস্ট্রি-ফিরাস আল খতিব
২. বাংলাদেশে ইসলাম - আবদুল মান্নান তালিব
৩. বাংলাদেশ ও ইসলাম: আত্মপরিচয়ের ডিসকোর্স- মুসা আল হাফিজ

সিলেবাসভুক্ত বইগুলোর পিডিএফ পড়ার জন্য ভিজিট করতে পারেন- http://tiny.cc/books44।

এছাড়া বইগুলো যেকোনো অনলাইন বুকশপ থেকে কিনে পড়ার সুযোগ রয়েছে।

ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাইলে: https://tinyurl.com/mt8m3cfn

পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য অলিম্পয়াডের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপে বিভিন্ন রিসোর্স শেয়ার করা হবে ইনশাআল্লাহ।

টেলিগ্রাম চ্যানেলের লিংক নিবন্ধন ফরম সাবমিট করার পর ফর্মের শেষে দেওয়া আছে। 

ফেসবুক গ্রুপ এর লিংক: https://facebook.com/groups/230419045194189/

অলিম্পিয়াড সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে পেজে মেসেজ দেওয়া যাবে অথবা ihco.official@gmail.com এই ঠিকানায় ই-মেইল করা যাবে। 

জরুরি প্রয়োজনে: ০১৭০৫৯৮৬৯৫৯ ও ০১৭৭৫৪০০৫৩১ নম্বরে যোগাযোগ করা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence