দরজা ভেঙে জবি অফিসে গুরুত্বপূর্ণ নথি চুরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুরি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুরি  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের দরজা ভেঙে গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনা ঘটছে। এ সময় কক্ষের সামনে থাকা দুটি সিসি ক্যামেরার একটি খুলে ফেলা হয় এবং আরেকটি অন্য দিকে ঘুরিয়ে রাখা হয়। শুক্রবার (১৯ আগস্ট) রাতে চুরির এ ঘটনা ঘটে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উপ পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদা বলেন, এখানে চুরি করার মতো তেমন কিছু নেই। এ কাজটা কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে করল তা এখন তদন্ত করার বিষয়। আর আমাদের এ সেল থেকে নথিপত্র নিয়েও কারও কোনো লাভ হবে না। সবচেয়ে বড় বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় কেন এ ধরনের ঘটনা ঘটবে। এ বিষয়ে আমরা বিশ্বিবদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি, তারা এর ব্যবস্থা গ্রহণ করবেন। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল বলেন, আজকে গুচ্ছের ভর্তি পরীক্ষা থাকার কারণে গতকাল রাত ৮টার দিকে ক্যাম্পাস থেকে সবাইকে বের করে দেওেয়া হয়েছে। এর পরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভিসি স্যার কোতোয়ালী থানাকে নির্দেশ দিয়েছেন তদন্ত করতে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ