ঢাকা কলেজে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ীতার নির্দেশ

ঢাকা কলেজ
ঢাকা কলেজ  © ফাইল ছবি

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যায়ীতার নির্দেশ দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। বুধবার (২৬ জুলাই) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। 

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত চিঠির প্রেক্ষিতে কলেজে অফিস ও ক্লাস চলাকালীন সময়ে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হলো। সে মোতাবেক  ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জ, বিভাগসমূহ ও বাসস্থানে এসি ২৬° তাপমাত্রায় রাখতে হবে ও অপ্রয়োজনে এসির ব্যবহার পরিহার করতে হবে। 

আরও পড়ুন: পুলিশের গুলিতে শিশুর মৃত্যু, ওসি অবরুদ্ধ

এছাড়াও শ্রেণি কক্ষ, সেমিনার কক্ষ, বিভাগীয় ও কম্পিউটার ল্যাব, কলেজ অফিস, বিভাগীয় অফিস কক্ষ, ছাত্রাবাসের ডাইনিং ও রান্নাঘর, বিভিন্ন কক্ষ, কলেজ ক্যান্টিন, জিমন্যাসিয়াম, উপাসনালয়, শিক্ষক কোয়ার্টার এবং কর্মচারীদের বাসায় বিদ্যুৎ ও জ্বালানীর ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

একইসাথে বিষয়টি নিশ্চিত করতে অতীব জরুরি হিসেবেও উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ