আসন পূরণে ফের সাত কলেজে মাইগ্রেশন শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:২৩ AM , আপডেট: ০৪ মার্চ ২০২২, ০৭:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শূন্য আসন বিশেষ মাইগ্রেনের মাধ্যমে পূরণের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদনকল্প কলেজে স্নাতকপূর্ব ভর্তি আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজে কিছু সংখ্যক আসন ফাাঁকা থাকায় বিভিন্ন কলেজে ভর্তি হওয়া মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে একটি বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে তা পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। মেধাতালিকার মাধমে বিশেষ মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের বিষয়/কলেজে শূন্য আসনে স্থানান্তরের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাতালিকা অনুযায়ী শূন্য আসনে মনোনয়ন দেয়া হবে।
আরও পড়ুন: সাকিবের নায়িকা হতে চান পরীমনি
এতে আরও বলা হয়, বিশেষ মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে অনলাইনে মাইগ্রেশনের আবেদন করতে হবে। কোটায় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশেষ মাইগ্রেশনের আওতাভুক্ত হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।