ববিতে ভর্তি হয়েছে ৩২০ জন, আসন খালি ১১২০টি

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়   © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) এই কার্যক্রম শেষ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ জানা গেছে।

এদিকে, প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেয়ে ১৪৪০টি আসনে বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ৩২০ জন শিক্ষার্থী। আর আসন খালি রয়েছে ১১২০টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিটে ৭২৬ আসনের বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ১০৪ জন শিক্ষার্থী, অবশিষ্ট আসন সংখ্যা ৬২২টি। বি ইউনিটে ৩৯৮ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ভর্তি ১৫৩ জন শিক্ষার্থী, অবশিষ্ট আসন সংখ্যা রয়েছে ২৪৫টি। এবং সি ইউনিটে ৩১৬ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন মাত্র ৬৩ জন শিক্ষার্থী, অবশিষ্ট আসন রয়েছে ২৫৩টি।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল। এর আগে ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এক সংবাদ সম্মেলনে এই মেধাতালিকা প্রকাশ করেন।

এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আবেদন ছিলো ৩৫ হাজার ৭৯২ জন। এর মধ্যে এ ইউনিটে ২০ হাজার ৫৬৮, বি ইউনিটে ৯ হাজার ৩২২, সি ইউনিটে ৫ হাজার ৯০২ জন।

জানা যায়, গত ৩০ নভেম্বর অনলাইনে এই বিশ্ববিদ্যালয়ের আবেদন করার শেষ সময় ছিল। পরে ভর্তি পরীক্ষার নম্বর ও বিষয়ের কন্ডিশন অনুযায়ী মেধার ভিত্তিতে সাবজেক্ট নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর শিক্ষার্থীর ভর্তির জন্য তারিখ ঘোষণা করা হয়।

এদিকে, জানুয়ারির শেষের দিকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence