বিইউপির নতুন প্রো-ভিসি ঢাবি অধ্যাপক মোকাদ্দেম হোসেন

অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন
অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন নিয়োগ পেয়েছেন। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ আইন, ২০০৯ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, পরিচালক, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো-

১) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন;

২) প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; 

৩) তিনি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৪) তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং

৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ