সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে অবরোধ

দুপুর একটার দিকে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে শিক্ষার্থীরা
দুপুর একটার দিকে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

দ্রুত বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীরা সবাই সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটার দিকে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে এসব শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের ‘ঢাবির প্রহসন মানিনা মানবোনা’ ‘বিশেষ পরীক্ষা নিতে হবে নিতে হবে’ স্লোগান দিতে দেখা যায়। অবরোধের ফলে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি।

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আল-আমিন হোসেন বলেন, ইতোপূর্বেও আমরা সাত কলেজের সমন্বয়ক এর সাথে দেখা করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দ্রুত সমাধান করা হবে। কিন্তু আমরা বাস্তবে দেখেছি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজও আমরা তার কাছে গিয়েছিলাম তিনি আমাদেরকে বের করে দিয়েছেন। তাই আমরা সমাধান চেয়ে সড়ক অবরোধ করেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলেও জানান এ শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ