৬ মাসে কোরআন হিফজ করলেন ইবি শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৪:৩০ PM , আপডেট: ১০ জুলাই ২০২১, ০৫:০২ PM
মাত্র ছয় মাসে কোরআনের হাফেজ হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জালাল উদ্দিন। লকডাউনের অবসর সময় কাজে লাগিয়ে কোরআন মুখস্ত করেন তিনি।
মো. জালাল উদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
জালালের ৬ মাসে কোরআন হিফজ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ওই বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দীকী।
ফেসবুক স্ট্যাটাসে ড. সাইফুল ইসলাম সিদ্দীকী বলেন, করোনাকালীন সময়ে আমি আমার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদেরকে র তেলাওয়াত শেখার কথা বলেছিলাম। আমার আহবানে আর কেউ সাড়া দিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমার কৃতি ছাত্র জালাল সেই আহবানে সাড়া দিয়ে মাত্র ৬ মাসে কোরআনের হাফেজ হয়েছেন।