চবি ক্যাম্পাসে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বিরল প্রজাতির অজগর সাপ
বিরল প্রজাতির অজগর সাপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উত্তর ক্যাম্পাস থেকে ১২ ফুট লম্বা বিরল প্রজাতির একটি নির্বিষ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের দুই নম্বর গেটের স্লুইসগেট এলাকায় সাপটিকে আটকে রাখেন স্থানীয়রা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি দল নির্বিষ বিরল প্রজাতির সাপটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে স্লুইসগেট এলাকায় ১২ ফুট লম্বা অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা কৌশলে সাপটি উদ্ধার করে রশি দিয়ে প্যাগোডা এলাকায় বেঁধে রাখেন। খোঁজ পেয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি দল সাপটিকে উদ্ধার করে প্রাণীবিদ্যা বিভাগের ল্যাবে নিয়ে যান। ল্যাবে সাপটির প্রাথমিক চিকিৎসা চলছে।

উদ্ধারকৃত সাপ

বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটি একটি ডার্ক পাইথন প্রজাতির বয়স্ক সাপ। সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর আমরা সাপটিকে প্রাণিবিদ্যা বিভাগের ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সাপটির শরীরে ক্ষত ও পোড়া রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরো দুয়েকদিন সময় লাগতে পারে। এরপর সাপটিকে ছেড়ে দেয়া হবে। সাপটি লোকালয়ে চলে আসার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, এ ধরনের সাপের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। অথবা রাতের বেলায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে আটকা পড়ে গেছে।


সর্বশেষ সংবাদ