বেরোবিতে প্রথম মঞ্চায়িত হলো ‘নূরলদীনের সারাজীবন’

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মত সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন নাটকটি মঞ্চায়িত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটি দেখতে ক্যাম্পাসের ভিতরের এবং বাইরের প্রায় সহস্রাধিক লোক ভিড় করেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফের তত্ত্বাবধানে নাটকটিতে অভিনয় করেন বাংলা বিভাগের ২০১৩-১৪ সেশনের (৬ষ্ঠ ব্যাচ) শিক্ষার্থীরা।

নাটকটি উদ্ধোধন করেন কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি রিষিণ পরিমল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ড. শ্বাশ্বত ভট্টাচার্য়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আতিউর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নজরুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিত্য ঘোষ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক, আশানুজ্জামান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!