শহীদ ওয়াসিমের নামে কুবি ছাত্রশিবিরের তথ্যসেবা কেন্দ্র

  © d

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের নামে ‘সেবা ও তথ্যকেন্দ্র’ খুলল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

গত শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে শহীদ ওয়াসিমসহ শহীদ আবু সাঈদ ও শহীদ আব্দুল কাইয়ুম সেবাকেন্দ্র খোলে ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

জানা যায়, গতকাল শনিবার (১৯ এপ্রিল) বিকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলেছে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে সকাল ১০টা থেকে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল।

বিপরীত রাজনৈতিক মতাদর্শের কর্মী শহীদ ওয়াসিমের নামে তথ্যকেন্দ্র খোলার বিষয়ে ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘ছাত্ররাজনীতি যতই ভিন্নমতের হোক না কেন, শহীদদের আত্মত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো সবার দায়িত্ব। ওয়াসিম একজন শহীদ ছাত্র, তার স্মৃতিকে সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করতেই আমাদের এই সেবা ও তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। আগত শিক্ষার্থীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও সহায়ক পরিবেশ তৈরি করতে চেয়েছি, যাতে তারা বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ভালো একটি অভিজ্ঞতা অর্জন করতে পারে।’


সর্বশেষ সংবাদ