ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানালেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ১০:৩০ PM

রাজধানীর সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। এর অংশ হিসেবে গত ১৬ মার্চ ইউজিসি প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম ঘোষণা করেছে। সরকারের এমন এই সিদ্ধান্তকে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বাগত ও দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। সোমবার (১৭ মার্চ) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এক বিবৃতিতে এ সমর্থন জানান শিক্ষার্থীরা।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, "সাত কলেজ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় বিভিন্ন প্রশাসনিক ও অ্যাকাডেমিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ফল প্রকাশে বিলম্ব, শিক্ষা কার্যক্রমে সমন্বয়ের অভাব, ক্লাস ও পরীক্ষার সময়সূচির বিশৃঙ্খলতা আমাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। ইউজিসির প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আধুনিক ও স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার সুবিধা পাবে, যা তাদের অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই উদ্যোগের বিরোধিতা করছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তারা স্পষ্টভাবে জানানো হয়, তিতুমীর কলেজের অধিকাংশ শিক্ষার্থী এই সিদ্ধান্তের পক্ষে এবং কোনো উসকানিমূলক আন্দোলনের সঙ্গে জড়িত নয়।
শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুততম সময়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে সাত কলেজের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সুযোগ পায়। একই সঙ্গে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনো গোষ্ঠী শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে না পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা উন্নত শিক্ষাব্যবস্থা, দ্রুত ফল প্রকাশ, প্রশাসনিক স্বচ্ছতা ও মানসম্মত শিক্ষার নিশ্চয়তা চায়। সেই লক্ষ্যে তারা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি করছে।