২০৩১ সাল পর্যন্ত ঢাবি কিংবা স্বতন্ত্র কাঠামোর অধীনেই থাকছে সাত কলেজ!

লোগো
লোগো  © ফাইল ফটো

রাজধানীর সরকারি সাতটি কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এর কার্যক্রম শুরু হতে বেশ সময় লাগবে। এ জন্য আগামী ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই নাম চূড়ান্ত হলেও ২০৩১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে স্বতন্ত্র কাঠামো থেকে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে সাত কলেজ।

আজ রবিবার (১৬ মার্চ) এ তথ্য জানান ইউজিসির উপ-পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি) জামাল উদ্দিন। তিনি বলেন, ইউজিসির চেয়ারম্যান স্যার আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে বসেছিলেন। সেখানে তিনি ৭ কলেজের সমন্বয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ঘোষণা করেন।

কবে থেকে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাশ করে তবেই বিশ্ববিদ্যালয়। পুরো কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগ পর্যন্ত বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কী হবে জানতে চাইলে ইউজিসি উপ-পরিচালক বলেন, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে।

ঢাকার এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল; কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে সময়–সময় আন্দোলন করে আসছেন এসব কলেজের শিক্ষার্থীরা। ৮ বছরে ক্ষুদ্র সমস্যাগুলোই পুঞ্জীভূত হয়ে বড় রূপ নেয়।

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ এসব কলেজ ঢাবি থেকে ইউজিসির অধীনে স্বতন্ত্র কাঠামো পরিচালনা করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে। এতে ঢাবিতে যথাযথ ব্যবস্থাও নিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ