বেরোবি উপাচার্যের নারী শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন 

বেরোবি
বেরোবি  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, নারী কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রীদের জন্য আগামীকাল বুধবার (৫ মার্চ) ইফতারের আয়োজন করা হবে বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বিষয়ে বলা হয়, আগামীকাল বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ফেলানী হল সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ড সাথে আনার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । 

শিক্ষার্থীরা বলেন, ‘আগে শুধুমাত্র ছেলেদের জন্য প্রশাসন থেকে ইফতারের আয়োজন করা হয়েছিলো, তখনই বলা হয়েছিলো মেয়েদের জন্য আলাদাভাবে আয়োজন করা হবে। আমরা এইরকম আয়োজনকে সাধুবাদ জানাই। এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করবে।’ 

উল্লেখ্য, এর আগে রবিবার (২ মার্চ) প্রথম রোজায় বেরোবি উপাচার্য সেন্ট্রাল মসজিদে সকল শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ