রমজানের আগমনে জবিতে আনন্দ র‍্যালি

আনন্দ র‍্যালি
আনন্দ র‍্যালি  © টিডিসি ফটো

ইসলাম ধর্মাবলম্বীদের বহুল প্রতীক্ষিত রমজান মাসের আগমন উপলক্ষে আনন্দ র‍্যালি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (১ মার্চ) মাগরিবের নামাজের পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা রমজানের উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রমজান মুসলমানদের নিকট অত্যন্ত পবিত্র একটি মাস। এ মাসে মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করেন। কিন্তু বিগত স্বৈরাচার সরকারের শাসন আমলে ক্যাম্পাসগুলোতে ইফতার আয়োজনেও বাধা দেয়া হতো। মুসলিমরা ঠিকমত ইবাদত-বন্দেগি করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি আহ্বায়ক মাসুদ রানা বলেন, বিগত বছরগুলোতে প্রত্যেকটা ক্যাম্পাস আছে ইফতারের আয়োজন করা হতো সেখানেও কুলাঙ্গার ছাত্রলীগ প্রয়োজনে বাধা দিত। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা ইসলামি সংস্কৃতি লালন করার একটি সুযোগ পেয়েছি। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শুধুমাত্র পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করবে না, বরং ইসলাম হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শকে ধারণ করবে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, বিগত বছর আমরা এখানে ইফতার করতে বসে ছিলাম স্বৈরাচার প্রশাসন আমাদের ইফতার আয়োজনেও বাধা দিয়েছিলো। আমরা তার প্রতিবাদে গণ-ইফতার করেছিলাম। আমরা বলে দিতে চাই স্বৈরাচারী করে কখন ইসলামকে দমন করা যাবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence