সহকারী জজ সুপারিশপ্রাপ্ত ৮ জবি শিক্ষার্থীর সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় 

সহকারী জজ সুপারিশপ্রাপ্ত  শিক্ষার্থীর সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় 
সহকারী জজ সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়   © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের আটজন শিক্ষার্থী ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই অর্জন উপলক্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সাথে শুভেচ্ছাবিনিময় করেন।  

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপাচার্যের কনফারেন্স রুমে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কে এ এম রিফাত হাসান এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ আসাদুজ্জামান সাদীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ৯ম ব্যাচের লাভলী মিম, ১০ম ব্যাচের মাহমুদা আঁখি, ১১তম ব্যাচের মো. মামুন হোসেন ও তানজিনা এলিন, ১২তম ব্যাচের বৈশাখি রানি কর্মকার ও ছোটন মিয়া, ১৩তম ব্যাচের আবু উমায়ের বাবু ও শান্তদেব রায় অর্ন।  

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

১৩তম ব্যাচের আবু উমায়ের বলেন, ‘সত্যি অসাধারণ এক অনুভূতি। বিশ্ববিদ্যালয় যে স্নেহ ও সম্মান একই সাথে দিলো তার ফেরত দেবার পালায় সর্বোচ্চটুকু দিব আমরা। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতার যে শিক্ষা জবি আমাদের দিয়েছে তা অক্ষুণ্ন রাখবো ইনশাআল্লাহ।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় তাদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’


সর্বশেষ সংবাদ