ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের প্রতিবাদী সমাবেশ

প্রতিবাদ সমাবেশ
প্রতিবাদ সমাবেশ  © টিডিসি ফটো
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় ফোরামের বিভিন্ন সদস্যরা বক্তব্য রাখেন।  
 
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিলো সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিলো এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্খা। এখনো সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলনও এখন শেষ হয়নি’।
 
বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা উর্মি বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসীরা যেন ফ্রি পাস পেয়ে গেছে। প্রতিদিন ধর্ষণ, ছিনতাই, খুনের খবর শুনে নাগরিকরা আতঙ্কে থাকছে। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা করেছি, তারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তাদের ব্যর্থতা স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত’।
 
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘ইন্টেরিম কে হানিমুন পিরিয়ড এ রাখার আর কোন সুযোগ নাই, যথেষ্ট সময় তারা পেয়েছে এবার তাদের দায় নেবার পালা, প্রতিটা ধর্ষণের দায় তাদের নিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা  কে পদত্যাগ করতে হবে’।

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence