মেরিটাইম ইউনিভার্সিটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়  © টিডিসি

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ পল্লবী, মিরপুর ১২নম্বরে অস্থায়ী ক্যাম্পাসে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ের ওপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত বক্তব্য প্রদান করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা শহিদদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী, শিশু ও অন্যান্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।  তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সব ক্ষেত্রে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে এবং বাংলা ভাষা রক্ষা, দেশ-বিদেশে প্রসার ও চিরঞ্জিবতা প্রদানে সকলকে সচেষ্ট হওয়ার প্রতি উদাত্ত আহবান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা, বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence