ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম বাঁচতে চান
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
মরণব্যাধি ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উত্তম কুমার রায় বাঁচতে চান। তার দুটি কিডনি বিকল অবস্থায় বর্তমানে দিনাজপুরে চিকিৎসাধীন। তবে টাকার অভাবে চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে ইবির এই মেধাবী ছাত্রের। তার চিকিৎসার জন্য অন্তত ৩০ লাখ টাকার প্রয়োজন, যা জোগাড় করতে অক্ষম তার পরিবার।
উত্তম দীর্ঘদিন ধরে অসুস্থ। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই মাস আগে তার কিডনি রোগ শনাক্ত হয়। তখন থেকে সঞ্চয়ের সবটা দিয়েই চিকিৎসা করাচ্ছেন বলে জানান তার বাবা। রোগ শনাক্ত হওয়ার পর প্রথম দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করান। পরে টাকার অভাবে বাধ্য হয়েই দেশের একটি ডায়ালাইসিস হসপিটালে ভর্তি করান উত্তমকে।
উত্তমের বাবা একজন কৃষক। ভূমিহীন এই কৃষক অন্যের জমিতে চাষ করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি যেটুকু সঞ্চয় করেছিলেন তার সবটুকু শেষ করেছেন উত্তমের চিকিৎসার পেছনে। এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষে এখন চিকিৎসার ব্যয়ভার চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
সন্তানের সুস্থতা কামনা করে উত্তমের বাবা কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘চোখের সামনে সন্তানকে এভাবে দেখতে ভালো লাগে না। ঈশ্বরের কাছে সব সময়ই প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত আমার সন্তানকে সুস্থ করে দেন। আমার সবকিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু এখন আর পারছি না। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়ছে। ফলে সন্তানকে বাঁচাতে বাধ্য হয়েই সমাজের সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
সহপাঠীরা বলেন, ‘উত্তমে ভদ্র ও মেধাবী। তার ও তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে তার জন্য আর্থিক সহায়তার হাত বাড়াই। আপনার একটু সাহায্যে একজন মেধাবী শিক্ষার্থীর জীবন বাঁচতে পারে।’
রোগ থেকে আরোগ্য লাভ করে ক্যাম্পাসে ফিরতে চান উত্তম। আবারও ক্লাসরুমে সহপাঠীদের সঙ্গে পড়াশোনায় মেতে থাকতে চান তিনি। বাবা-মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করে পড়াশোনা শেষে পরিবারের পাশে দাঁড়াতে চান তিনি। এ জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের এবং দেশের বিত্তশালীদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠাতে পারেন ০১৭৮১০৫৩৩৯৮ (পার্সোনাল বিকাশ, রকেট, নগদ, উপায়) নম্বরে এবং Islami Bank Bangladesh : 2050 133 67 00391505 অ্যাকাউন্টে।