বেরোবি ছাত্রদল নেতার নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলনের লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ
লিফলেট বিতরণ  © সংগৃহীত

তিস্তা নদী রক্ষা ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের লিফলেট বিতরণ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাইদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই লিফলেট বিতরণ করেন আল মুরসালিন মুন্না এবং ছাত্রদলের অন্য সদস্যরা। ১৭-১৮ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করবেন।

লিফলেট বিতরণে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী ইমরা বলেন, ‘তিস্তার ভাঙন, বন্যা এবং বাস্তুহারা মানুষের দুর্দশা সমাধানে ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তাসহ সব আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা দাবি করা জরুরি। আমরা একটি টেকসই সমাধান চাই। শিক্ষার্থীদের উপস্থিতি আন্দোলনকে শক্তিশালী করবে এবং সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবে।’

পদার্থ বিভাগের শিক্ষার্থী সিয়াম মন্ডল বলেন, ‘তিস্তা নিয়ে ভারতের আগ্রাসন আর চলতে দেবো না। আমরা উত্তরের কান্না আর চাই না, ভারতীয় আগ্রাসন ভেঙে দিতে চাই। এজন্যই শিক্ষার্থীদের তিস্তা নদী রক্ষা আন্দোলনে অংশগ্রহণ বাড়াতে আজকের লিফলেট বিতরণ করছি।’

বেরোবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না বলেন, ‘তিস্তা নদী দেশের উত্তরাঞ্চলের জন্য এক জীবনরেখা। এর পানির সংকট কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। এমন আন্দোলনে অংশগ্রহণ করলে তারা পানি সংকট, আন্তঃসীমান্ত পানি সমস্যা এবং আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে জানবে, যা তাদের ভবিষ্যতে রাষ্ট্র গঠনে সহায়ক হবে। তিস্তা বাঁচাও আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যেই আজকের লিফলেট বিতরণ করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence