ইবিতে শ্রেণিকক্ষের দাবিতে এবার আন্দোলনে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
বরাদ্দ করা শ্রেণিকক্ষ বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন বিভাগটির শিক্ষার্থীরা৷
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘শিক্ষা সবার অধিকার, স্পোর্টস সাইন্স কেন বঞ্চিত বারবার’; ‘কোথায় পড়ব, কোথায় শিখব? ক্লাসরুম চাই, ক্লাসরুম চাই’; ‘সবার নাই ক্লাসরুম, ইবি প্রশাসন দিচ্ছে ঘুম’; ‘আমাদের অধিকার ক্লাসরুম দিতে হবে; অন্য বিভাগ স্বর্গে, স্পোর্টস সায়েন্স কেন মর্গে’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
জানা যায়, ৩২ জন শিক্ষার্থী নিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে আরও ২টি ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হলেও বিভাগের দেওয়া হয়নি নির্দিষ্ট কোনো শ্রেণিকক্ষ। দীর্ঘদিন ধরে তারা জিমনেসিয়ামে ক্লাস করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রেণিকক্ষের সংকট দেখা যাচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগ অনুষদ ভবন থেকে ওই ভবনে স্থানান্তরিত হলে অনুষদ ভবনের ক্লাসরুমগুলো শারীরিক শিক্ষা বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: বেরোবি শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক সুবিধায় অনিয়ম, বছরে গচ্চা কোটি টাকা
গত ৮ অক্টোবর অনুষদ ভবনের তৃতীয় তলার ৩০১, ৩০২,৩৩৭, ৩৩৭(ক), ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয় শারীরিক শিক্ষা বিভাগকে। এ ছাড়া ফোকলোর স্টাডিজ কর্তৃক ব্যবহৃত রুমগুলোও শারীরিক শিক্ষার অধীন থাকবে বলে জানান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। কিন্তু বরাদ্দ করা শ্রেণিকক্ষ আর বুঝে পায়নি শারীরিক শিক্ষা বিভাগ।
শিক্ষার্থীরা বলেন, ‘আমার বিভাগ চালুর পর থেকেই অবহেলিত ছিল। বিশ্ববিদ্যালয়ের কোন ভবনে জায়গা না পেয়ে জিমনেশিয়ামে আমাদের ক্লাস করতে দেওয়া হয়। রবীন্দ্র নজরুল ভবনের কাজ চলমান থাকায় আমরাও ধৈর্য ধরে থাকলেও ভবনের কাজ শেষ হলে আমাদের ক্লাসরুম না দিয়ে অন্যান্য বিভাগকে দেওয়া হয়। শেষে অনুষদ ভবনে আমাদের দেওয়ার কথা থাকলেও অন্যান্য বিভাগ সেসব রুম দখল করে রেখেছে। আমরা আমাদের বরাদ্দকৃত ক্লাসরুমে ক্লাস করতে চাই।’
আরও পড়ুন: মধ্যরাতে অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে হল থেকে বেরিয়ে এলেন ছাত্রীরা
এর আগে বিভিন্ন সময় ক্লাসরুমের দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে আমরণ অনশন পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা৷ এ ছাড়া একই দাবিতে মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করেছে সমাজকল্যাণ বিভাগ।