বেরোবিতে বাঁধনের নেতৃত্বে হাসান-আবু সাঈদ

হাসান আল মামুন ও আবু সাঈদ
হাসান আল মামুন ও আবু সাঈদ  © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন ২০২৫-২৬ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ড.ইলিয়াস প্রমাণিকসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও প্রভাষকরা। এ ছাড়া বাঁধনের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। এ সময় ডোনারদের সংবর্ধনা দেওয়া হয়।

হাসান আল মামুন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আরও আবু সাঈদ পরিসংখ্যান বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী।

এ ছাড়া কমিটিতে ইশরাত জাহান মীম সহসভাপতি, নাদিমুর রহমান সহসাধারণ সম্পাদক, জুবায়ের হোসেন কোষাধ্যক্ষ, আরবাজ হোসেন রোমান সাংগাঠনিক সম্পাদক, সাজ্জাদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক, কাজী মনিরুজ্জামান দপ্তর সম্পাদক, ফারজানা আক্তার ইতি প্রচার সম্পাদক, শরিফুল ইসলাম তথ্য ও শিক্ষা সম্পাদক পদ পেয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন আরাফাত, রাব্বি, ইসমাইল, নাফিউর, সাব্বির, হুসনা, আসিউর রহমান আসিফ, প্রান্ত ঘোষ, আশিক আলী, মোকসেদুল, আতিকুল ও সোহেল রানা।

নব নির্বাচিত সভাপতি হাসান আল মামুন বলেন, ‘৭৫ একরের আমাদের পরিচিত একটি সংগঠন বাঁধন। সামনে দিনে আমরা চেষ্টা করব কর্মীরা আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে উত্তরবঙ্গের মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে সচেষ্ট ভূমিকা রাখতে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের যে অন্য কাজগুলো আছে, সেগুলো ৭৫ একর পেরিয়ে পুরো রংপুর অঞ্চলে কাজ করব।’

সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘আমি আমার দায়িত্বকালে আমাদের বাঁধন, বেরোবি ইউনিটকে স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম মডেল হিসেবে হিসেবে গড়ে তুলতে চাই। উত্তরবঙ্গের শৈত্যপ্রবাহ, বন্যাসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা কাজ করব। সেই সাথে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সচেষ্ট ভুমিকা রাখতে কাজ করে যাব।’


সর্বশেষ সংবাদ