নিজস্ব পরিবহনে গন্তব্যে যাচ্ছেন সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা

অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ফিতা কেটে দ্বিতল বাস দুটির উদ্বোধন করেন
অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ফিতা কেটে দ্বিতল বাস দুটির উদ্বোধন করেন  © টিডিসি ফটো

প্রতিষ্ঠার ৭৫ বছর পর রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা প্রথমবারের মত নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ফিতা কেটে দ্বিতল বাস দুটির উদ্বোধন করেন। বাস দুটির নামকরণ করা হয় জুলাই আগস্ট আন্দোলনে সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহ ও মুক্তির নামে। 

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, এই বাস দলমত নির্বিশেষে সোহরাওয়ার্দী কলেজের সকল ছাত্রের বাস। বাসে চলাচলের সময় আমরা খেয়াল রাখবো যেন আমাদের কোনো আচরণে কলেজের কোন বদনাম না হয়। রাস্তাঘাটে চলাচলের সময় অনেক সময় অনেক ধরনের ঝামেলা হতে পারে সেসময় আমরা যেন শান্তিপূর্ণভাবে সেসবের সমাধানের চেষ্টা করি।

এসময় তিনি বলেন, ভর্তির সময় এককালীন ভাড়ার টাকা কেটে নেওয়া হবে অতিরিক্ত কোন ভাড়ার প্রয়োজন হবে না। এছাড়াও তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আরও কিছু নতুন বাস যুক্ত করে ভিন্ন ভিন্ন রোডে চালানোর। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কাম্য। 

বাসের দুটির যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ প্রান্তের সামঞ্জস্য রেখে। শহীদ আব্দুল্লাহ স্টাফ কোয়ার্টার থেকে কোনা পাড়া, মাতুয়াইল, মৃধাবাড়ি, কাজলা, যাত্রাবাড়ী, ধোলাইপাড় হয়ে ক্যাম্পাসে আসবে। অপরদিকে মুক্তি বাড্ডা, রেলগেট রামপুরা ব্রিজ, বাসাবো, কমলাপুর, মুগদা, মানিকনগর, সায়েদাবাদ ধোলাইখাল হয়ে ক্যাম্পাসে আসবে। বাসগুলো ক্যাম্পাস চলাকালীন দিনগুলোতে সকাল ৭টা ১০মিনিট থেকে নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে ক্যাম্পাসে আসবে। আবার দুপুর ২টা ৩০মিনিট ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence