দু’দিন পেছাল ইবির এমফিল ও পিএইচডি’র ভর্তি পরীক্ষা

ইবি মূলফটক
ইবি মূলফটক  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রেগ্রামের ভর্তি পরীক্ষা দুই দিন পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার সময় ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১২ জানুয়ারি (রবিবার) বেলা ১১ টায় নির্ধারণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বদিউজজামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রেগ্রামের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ১০ জানুয়ারি শুক্রবারের পরিবর্তে আগামী ১২ জানুয়ারি রবিবার সকাল এগারোটায় শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এছাড়া পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


সর্বশেষ সংবাদ