জকসুর নীতিমালা অনুমোদন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) নীতিমালার চূড়ান্ত খসড়া অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপ্রতির আদেশ পেলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
তিনি বলেন, সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে একটি ছিল জকসুর নীতিমালা প্রসঙ্গে। যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোনো ধারা বা বিধি নেই। তাই আজকে সিন্ডিকেটে অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি হলে এটি আইন হিসেবে গৃহীত হবে।
উপাচার্য বলেন, আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি কর্তৃক জকসু নীতিমালাটি অধ্যাদেশ আকারে পাস হয়ে আসবে। এটা আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সিন্ডিকেট শুরুর আগে আমরা আমাদের শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সব শহীদদের জন্য মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করেই সিন্ডিকেট সভা শুরু করা হয়।