যৌন হেনস্তার অভিযোগ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী নারী শিক্ষার্থী তার অভিভাবকসহ প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে তিনি লিখেন, ‘গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পী ইঞ্জিনিয়ার বাড়ি থেকে জোরপূর্বক আমাকে ফোন দিয়ে দেখা করার কথা বলেন। এসময় তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী নির্জন স্থানে জোরপূর্বক শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। ফলে আমি সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি।’

অভিযোগের সময় প্রক্টর অফিসে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন যে বায়েজিদ আহম্মেদ বাপ্পী তার অনুমতি ছাড়া ছবি তুলেছেন। উপস্থিত শিক্ষার্থী এবং সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম তার ফোন চেক করে ঘটনার সত্যতা পান। পরে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম তদন্তের স্বার্থে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে রেখে দেন।

হেনস্তার বিষয়ে জানতে চাইলে বায়েজিদ আহম্মেদ বাপ্পী বলেন, ‘আমি অভিযোগকারী শিক্ষার্থীকে পছন্দ করতাম এবং তাকে জোরপূর্বক নিয়ে যাইনি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘প্রাথমিক সত্যতার ভিত্তিতে বায়েজিদকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি এবং তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী যেন অনিরাপদ বোধ না করেন, তা নিশ্চিত করতে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে বায়েজিদ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। অভিযোগপত্রটি আমরা প্রশাসন বরাবর পাঠিয়েছি।’

হল ত্যাগের বিষয়ে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘আমরা অভিযুক্ত ব্যক্তির রুমে নতুন তালা দিয়েছি। সে হলে আসলে প্রক্টরিয়াল বডিকে অবগত করব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence