উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের একদফা ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন  © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে একদফা ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের তিন মাস পেরিয়ে গেলেও উপাচার্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এর মধ্যে হলগুলোর নাম পরিবর্তন, মেডিকেল সেন্টারের ওষুধ সরবরাহ, এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো জুলাই বিপ্লবের পর ২২ দফা দাবি পেশ করা হলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তারা।

তারা আরও বলেন, আগামীকাল (১ ডিসেম্বর) রোববার উপাচার্য আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আমরা তার সম্মানার্থে বসবো। তিনি যা বলতে চাইছেন তা শুনবো। কিন্তু তাকে পদত্যাগ করার একদফা দাবি অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়নে আমরা কর্মসূচি নিয়ে অগ্রসর হবো। 

সংবাদ সম্মেলনে রসায়ন বিভাগের রাকিব আহমেদ, আইন বিভাগের ওয়াহিদুর রহমান এবং শহিদুল ইসলাম শাহেদ বক্তব্য দেন। সেখানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এই সময় শিক্ষার্থীরা ঘোষণা করেন, তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির দিকে এগোবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ড. শুচিতা শরমিনের কক্ষে তালা দিয়ে নামফলক খুলে নিয়ে যান তারা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে 'আওয়ামী দোসর' পুনর্বাসন করার অভিযোগে ২৭ নভেম্বর সন্ধ্যা থেকে উপাচার্য পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে ২৩ সেপ্টেম্বর নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুচিতা শরমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করার পর ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টিতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন শুচিতা শরমিন। পরে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পিএইচডি করেন।


সর্বশেষ সংবাদ