সিআরসি স্কুল ইবি শাখার এবছরের ক্লাস উদ্বোধন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:২৯ AM
‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে পথশিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠিন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা স্কুলের ২০২৪-২৫ অর্থ বছরের ক্লাস উদ্বোধন হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় এই স্কুল কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্লাস উদ্বোধন করেন সিআরসি স্কুল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন।
সি.আর.সি ইবি শাখার বর্তমান স্কুল পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহ সভাপতি মোরছালিন ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.আর.সি ইবি শাখার বর্তমান সভাপতি ইমদাদুল হক, সাবেক সভাপতি এবং ১ম স্কুল পরিচালক মো. শাহীদ কাওসার, সাবেক স্কুল পরিচালক ও বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, বর্তমান স্কুল পরিচালক মো সাইফুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো হাসিবুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সিআরসির সাবেক সভাপতি মো শাহীদ কাওসার বলেন, সি আর সি সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা সুবিধবঞ্চিত শিশুদের অন্যতম মৌলিক অধিকার শিক্ষা প্রদানে সব সময় কার্যক্রম চালিয়ে যাবো।
সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা আমাদের স্কুল কার্যক্রম চালিয়ে যাচ্ছি শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা তাদের জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী ও নৈতিক শিক্ষা প্রদানে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
সি আর সির বর্তমান সভাপতি ইমদাদুল হক বলেন, সিআরসি পথশিশুদের জন্য যেসব কাজ করে থাকে তার মধ্যে স্কুল পরিচালনা আমাদের অন্যতম। সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বদা কার্যক্রম চালিয়ে যাবে। এজন্য সবার সহযোগীতা কামনা করি।