উপাচার্য নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

স্থবিরতা কাটিয়ে উঠতে নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ নিয়মিত উপাচার্য, প্রক্টর, প্রভোস্টসহ প্রশাসনিক প্রায় সকল পদ শূন্য হয়ে আছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এতে আরও বলা হয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে সৎ, যোগ্য এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবী চেতনায় উজ্জীবিত একজন উপাচার্য নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নিয়োগ দেয়া না হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”


সর্বশেষ সংবাদ