বাউবির প্রো-ভিসির পদত্যাগ, ভিসিকে সরাতে বিক্ষোভ

বাউবির প্রো-ভিসির পদত্যাগ, ভিসিকে সরাতে বিক্ষোভ
বাউবির প্রো-ভিসির পদত্যাগ, ভিসিকে সরাতে বিক্ষোভ  © সংগৃহীত

বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি অধ্যাপক ড. নাসিম বানু। আজ মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।

এদিকে, বাউবির বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম গত ১৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আক্তার, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এবং রেজিস্ট্রার ড. মো: শফিকুল আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ক্যাম্পাসে র‍্যালি করেন। র‍্যালি শেষে সমাবেশে বক্তারা তাদের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন।

গত শনিবার এই ৪৮ ঘন্টা সময় শেষ হয়েছে। উক্ত সময়ের মধ্যে ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার পদত্যাগ না করায় আজকেও ভিসির দফতরের সামনে বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের শিক্ষকরা মানববন্ধন করেন।

মানববন্ধনে আবারো অনতিবিলম্বে তাদেরকে পদত্যাগের আহ্বান জানানো হয়। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।


সর্বশেষ সংবাদ