ছাত্রত্ব বাতিল হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছেন সিন্ডিকেট কমিটি। শৃঙ্খলা কমিটির সুপারিশে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরেক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত ও তানজিদুল হক মঞ্জু। আর বহিষ্কার হওয়া শিক্ষার্থীর ইংরেজি বিভাগের আহাদ খান রাফি। সভায় সিন্ডিকেটের সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

মো. ফয়সাল মাহমুদ জানান, ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে নির্যাতনের ঘটনায় শৃঙ্খলা কমিটি দু’জনের ছাত্রত্ব বাতিল ও একজনের বহিষ্কারের সুপারিশ করে। সোমবার সন্ধ্যায় ৮৬তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন: ‘গুলি করলে মরে একটা’ বলা সেই ডিসিকে হেফাজতে নিল পুলিশ

জানা গেছে, ইংরেজি ১০ম ব্যাচের কিছু শিক্ষার্থী ১১তম ব্যাচকে র‍্যাগ দেয়। এ কারণে ১০ম ব্যাচের মেসেঞ্জার গ্রুপে মুকুল লেখেন, কিছু শিক্ষার্থীর জন্য ব্যাচের বদনাম হবে। এ কারণে গত ১২ অক্টোবর মঞ্জু তাকে তুলে বঙ্গবন্ধু হলের কক্ষে নিয়ে মারধর করে। এতে তার হাত ভেঙে অজ্ঞান হয়ে যান। পরে তার রুমমেটরা উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে।

শিক্ষার্থী মুকুল আহমেদ বলেন, এ ঘটনার বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো। কারও জীবন চলে যেতে পারবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence