বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:০৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ০৭:১১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচতলায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বর্তমান ভিসি এবং প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ থাকলেও সবসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তাঁবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হন নি। ভিসি এবং প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘাড়ে চেপে থাকবে ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে না।
শিক্ষার্থীরা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চলতো বরিশাল সিটি করপোরেশন সাবেক দুই মেয়রের কথায় আবার কখনো চলতো সদর সাংসদের কথায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরসহ অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের চাইতে আওয়ামী লীগের নেতাদের বাসায় বেশি দেখা যেত। এসব বিষয় কখনোই সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নি।
তাদের দুজনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল স্তরে আওয়ামী লীগের শাসনামলে নিযুক্ত ব্যক্তিদের গণপদত্যাগের সম্মুখীন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।