ছাত্রলীগের হামলায় আহত ঢাকা কলেজ শিক্ষার্থীকে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি

আহত শিক্ষার্থী
আহত শিক্ষার্থী  © সংগৃহীত

কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের আহত শিক্ষার্থী মেহেদি হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায়  গুরুতর আহত হন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রমতে, গতকাল(১৫ জুলাই) দুপুর ১টায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বহিরাগত সহ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠি-শোটা নিয়ে হামলা চালায়।এসময় ঢাকা কলেজের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক  নাজমুল হাসানসহ একাধিক শিক্ষার্থী আহত হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী আবু কাওসার বলেন, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল মেহেদি। সেখানে হামলার শিকার হন, ঠোঁট, মাথায় আঘাত লেগেছে।

গুরুতর আহত মেহেদি হাসান ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী।

 

সর্বশেষ সংবাদ