ঝড়ে ভেঙে পড়ল তিতুমীর কলেজের প্রশাসনিক ভবনের গ্লাস
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মে ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
তীব্র ঝড় ও বাতাসের কারণে তিতুমীর কলেজের শেখ কামাল প্রশাসনিক ভবনের বেশ কয়েকটি থাই গ্লাস ভেঙে পড়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে। জানা যায় সোমবার (২৭ মে) সকাল ৯ টা নাগাদ এ ঘটনা ঘটে।
কলেজের স্টাফ কোয়ার্টারের এক কর্মচারী জানান, রবিবার রাতের দিকে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং প্রচণ্ড বাতাসে ভবনের থাই গ্লাসগুলোর কয়েকটি জানালা ভেঙে যায়। সৌভাগ্যবশত, এ সময় ভবনটির আশেপাশে কেউ উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ঝড়ের সময় আমরা হলে ছিলাম। হঠাৎ বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দ পাই। এরপর হলের জানালা দিয়ে দেখতে পাই থাইগ্লাস নিচে পড়ে আছে।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, ‘ঝড়ের কারণে কয়েকটি গ্লাস ভেঙে গেছে তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানিয়েছি তারা এটার ব্যবস্থা নিবে। বৃষ্টি থামলে আমরা জায়গাটা পরিষ্কার করে ফেলব।’